ময়মনসিংহে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের তদারকি করেন ওসি শাহ কামাল আকন্দ

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ভর্তুকি মূল্যে সারা দেশে নিম্ন আয়ের ০১ কোটি উপকারভোগী পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয়ের অংশ হিসেবে আজ (২০ মার্চ) ময়মনসিংহের বিভিন্ন এলাকায় টিসিবি’র পণ্য (চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল) সুষ্ঠুভাবে বিক্রয় কার্যক্রমের তদারকি করেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ ।
এসময় তিনি টিসিবি’র কর্মকর্তা কর্মচারীগণ, উপকারভোগী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে কথা বলে কোন প্রকার সমস্যা থাকলেও তা সমাধানের ব্যবস্থা নেন।
এই কার্যক্রমের মাধ্যমে একজন উপকারভোগী ০২ কেজি চিনি, ০২ কেজি মসুর ডাল ও ০২ লিটার সয়াবিন তেল ভর্তুকি মূল্যে (৪৬০ টাকা মূল্যে) পাচ্ছেন।