উচ্ছে করলার বাম্পার ফলন, এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে ফুলবাড়ীর করলা
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামে ফুলবাড়ীতে উচ্ছে করলার বাম্পার ফলন হয়েছে। ফলে এ উপজেলার চাহিদা মিটিয়ে ছোট আকারের পুষ্টিসমৃদ্ধ এই উচ্ছে করলা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, যশোর, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন ও ভালো দাম পেয়ে লাভবান হওয়ায় খুশি এ এলাকার উচ্ছে করলা চাষিরা। উপজেলায় এবার ১৩০ হেক্টর জমিতে করলা চাষ করা হয়েছে।বীজ ও সারের সহজলভ্যতা এবং কৃষি বিভাগের যথাযথ কারিগরি পরামর্শের কারণে এবার ফলন বাম্পার হয়েছে বলে জানায় কৃষি অফিস। চাষিরা জানায় প্রতি বিঘায় ১০থেকে ১২ হাজার টাকা খরচ হলেও প্রতি বিঘা ৪০ থেকে ৫০ হাজার টাকা বিক্রি করবে তারা। প্রতি মণ করলা ১২শ থেকে ১৭শ টাকা পর্যন্ত বিক্রি করছেন তারা। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ফুল আর করলায় ভরে গেছে মাঠ, সকাল থেকে দুপুর পর্যন্ত জমি থেকে করলা সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন পার করছেন কৃষক ও কৃষাণীরা। অনেকের বাড়ি থেকেই করলা সংগ্রহ করছেন ছোট ছোট পাইকারা। কেউবা আবার নিজেই এনে আরদে বিক্রি করছেন করলা।
