পাবনায় নানা আয়োজনে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস পালিত
পাবনা প্রতিনিধি:
পাবনায় নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে রাত ১২ টা ১ মিনিটে জেলা আ.লীগের কার্যালয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা-সিরাজগঞ্জ সংরতি মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিসহ আওয়ামী লীগের অঙ্গ সর্ংগঠনের নেতাকর্মীরা।
বেলা ১২ টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে কেক কাটা, মিষ্ঠি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।