হবিগঞ্জে ২৮ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ এক ব্যক্তি আটক

 

 

 

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে ২৮ কোটি টাকা মূল্যের সাড়ে ২৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ মূর্তিসহ এক ব্যক্তিকে আটক করেছে থানাপুলিশ। জানা যায় যে,গত ১৪ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের অনুকুল সরকারের ছেলে অরুণ সরকার(৫৫) নামে এক ব্যক্তিকে  তেলিয়া পাড়া হরষপুর এলাকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। পুলিশ জানায়  এর আগের দিন রোববার (১৩ মার্চ) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদ এর ভিত্তিতে অরুণ সরকারের বাড়ির গোয়াল ঘরে বস্তার ভিতরে  চট দিয়ে মোড়ানো অবস্থায়  সাড়ে ২৭ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। পুলিশ উদ্ধারের পর  কষ্টি পাথরের কি না তা যাচাইয়ের জন্য স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের  নিকট নিয়ে যায় । তারা জানায় উদ্ধারকৃত  কষ্টি পাথরের শিবলিঙ্গ মূর্তিটির

মূল্য প্রায় ২৮ কোটি টাকা হবে। এর পর সন্ধায় অরুণ সরকারকে আটক করা হয়েছে। আটকের পর মাধবপুর থানায় ফেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আটক * কষ্টি পাথর * হবিগঞ্জ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ