ময়মনসিংহে বহুতল ভবন থেকে লাফ দিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহ মহানগরের ব্যস্ততম বানিজ্যিক এলাকা স্বদেশী বাজার মোড়ে রাইট পয়েন্ট নামক ১২ তলা বহুতল ভবন থেকে পরিবারের সাথে অভিমান করে লাফ দিয়ে
অর্ক প্রিয়া ধর শ্রীজা (১৫) নামে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ জানিয়েছে ।
রবিবার দুপুর আনুমানিক ২টায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।
জানাগেছে অর্ক প্রিয়া ধর শ্রীজা সে ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক ছড়াকার স্বপন ধরের কন্যা । সে সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী ।