ভূরুঙ্গামারীতে ৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবকের নাম শেখ ফরিদ (২৯)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের আমজাদ দেওয়ানীর ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার (১১ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের পাঁচমাথা মোড় থেকে অভিযান চালিয়ে ভারতীয় সীমান্ত থেকে আনা ৫ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবাসহ শেখ ফরিদকে আটক করে থানা পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ওই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।