ময়মনসিংহে অনূর্ধ্ব (১৬) বছরের বালক/বালিকাদের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পেইনের উদ্ভোধন

রাশিদ আহমেদ নিসর্গ (ময়মনসিংহ) প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস এর ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১ – ২২এর আওতায় (অনূর্ধ্ব ১৬)বছরের বালক/বালিকাদের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে।
সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম।
উদ্বোধনী আলোচনায় ময়মনসিংহ ডিসিএ নিরীক্ষা ও হিসাব রক্ষক কর্মকর্তা এ কে এম মাহবুবুর হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ উপ-পরিচালক মোঃ খোরশিদ আলম, জেলা ফুটবল এসোসিয়েশন ময়মনসিংহের সভাপতি একেএম দেলোয়ার হোসেন মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী,র এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গর্ভমেন্ট ল্যাবরেটরী স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শাহ মাসুম। আলোচনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, একসময় আমরা গোসল করার জন্য পুকুরে চলে যেতাম, সেখান থেকেই সাঁতার শিখতাম, বর্তমানে ডোবা- পুকুর বন্ধ হয়ে যাওয়ায় ছেলে/মেয়েরা সাঁতার না শিখতে পেরে ডুবাই – নদীতে ডুবে মারা যাচ্ছে। জেলা ক্রীড়া অফিস কর্তৃক ৭দিনব্যাপী সাঁতার ক্যাম্পেইনে অংশ নিয়ে ছাত্র /ছাত্রীরা সেই প্রশিক্ষণ তাদের জীবনে কাজে লাগাতে পারবে বলে আমরা বিশ্বাস রাখি ।