ভাঙনে সর্বস্বান্ত আ.লীগ নেতা এখন কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালান

মমিনুল ইসলাম বাবু,কুড়িগ্রাম প্রতিনিধি:

‘একাত্তরে বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিছিলাম। দ্যাশ স্বাধীনের পরে ১২ বছর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে আছিলাম। অহন গত ১২ বছর ধইরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নদীর ভাঙন আমারে ফকির বানাইছে, অহন কাঠমিস্ত্রির কাজ কইরা খাই।’ এ কথাগুলো বলছিলেন ব্রহ্মপুত্রের ভাঙনে সর্বস্বান্ত কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাটের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আসাম উদ্দিন। সম্প্রতি মোল্লারহাট বাজারে কাঠমিস্ত্রির কাজ করার সময় সত্তোর্ধ্ব ওই আওয়ামী লীগ নেতার সাথে কথা হয় এই প্রতিনিধির।

আসাম উদ্দিন জানান, একের পর এক ভাঙনে ভিটে আর ফসলি জমি হারিয়ে এখন আমি নি:স্ব। ঘর করার জায়গা না থাকায় মেয়ে জামাইয়ের জায়গায় ঘর করে স্ত্রীসহ বসবাস করছি। জীবিকার তাগিদে বাধ্য হয়ে শেষ বয়সে কাঠমিস্ত্রির কাজ করছি।

‘ প্রায় পাঁচ একর আবাদি জমি ছিল। সবটাই ব্রহ্মপুত্রের পেটে। নদী আমাগো ফকির বানাইছে। মেয়ে জামাইয়ের জায়গায় আশ্রয় নিয়া আছি। গত কয়েক বছর ধরে কাঠমিস্ত্রির কাজ করে কোন রকমে সংসার চালাচ্ছি। দল থেকে কোনও সাহায্য সহযোগীতা পাই নাই।’ কাঠের টুকরোয় হাতুর আর বাটালের খোঁচা মারতে মারতে বলেন আসাম উদ্দিন। ঠিক পেছনে আগ্রাসী ব্রহ্মপুত্র তখন মোল্লারহাট বাজার গ্রাসের আয়োজনে ব্যস্ত। রাজনীতি করে অনেকে ভাগ্যের আমূল পরিবর্তন করলেও আসাম উদ্দিনের মতো প্রান্তিক ও ‘সহজ-সরল’ তৃণমূল রাজনৈতিক কর্র্মীর ভাগ্যের পরিবর্তন নি¤œমুখী রয়ে গেছে।

দলের কাছে কিছু দাবি আছে কিনা, এমন প্রশ্নে হতাশার সাথে আসাম উদ্দিন বলেন, ‘ আমরা চাইলে কি দল আমাগো কিছু দেবে?’
‘ আমার এক অসুস্থ্য নাতির জন্য চিকিৎসা সাহায্য চাইয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদন দিছিলাম, কোনও কিছু পাই নাই।’ যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘এক সময় আসাম উদ্দিনের সবই ছিল। নদী সব কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করেছে। এখন অন্যের জায়গায় আশ্রিত তিনি। তার মতো একজন প্রবীণ আওয়ামী লীগ নেতার শেষ বয়সে এমন দুর্ভোগ সকলকে ব্যথিত করে। দলের উচিৎ তার জন্য কিছু করা।শুধু আসাম উদ্দিনের নন, তার মতো ওই এলাকার শত শত সাধারণ মানুষ ব্রহ্মপুত্রের ভাঙনে বাস্তুহারা হয়ে চলছেন। তাদের অনেকে অন্যের জায়গায় ঘরবাড়ি স্থানান্তর করে আশ্রয় নিয়েছেন। তবে কারও কাছেই সরকারি কিংবা বেসরকারি সহায়তা পৌঁছায়নি। এমনকি ভাঙন রোধে কোনও ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আ.লীগ নেতা * ভাঙনে
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ