ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি সাহানশা ও সাঃসম্পাদক সদের আলী

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘ সাড়ে ৯ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুর রাফে খন্দকার সাহানশা সভাপতি ও সদের আলী খন্দকার সাঃসম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টায় রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ ও বিভিন্ন ধরনের রঙিন বেলুন উড়িয়ে অতিথিদের নিয়ে কাউন্সিলের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।
পরে কাউন্সিল অধিবেশনের আলোচনায় সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল লতিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ আরও অনেকে।সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের। সম্মেলণে একটি পৌরসভা ও ৪টি ইউনিয়নের ১২২জন কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেন। বক্তব্য শেষে পদ প্রত্যাশীদের আহবান জানানো হলে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা ও মোঃ জহুরুল আলম সভাপতি এবং সাঃসম্পাদক পদে সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, এডভোকেট রবিউল ইসলাম, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, আসাদুজ্জামান ভুট্টু ও রাহেনুল ইসলাম রানু আগ্রহ প্রকাশ করেন।
বেলা ২ টায় অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শুরু হলে আসাদুজ্জামান ভুট্টু ও রাহেনুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে নিলে কাউন্সিলর ও ডেলিকেটের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১৮৮ ভোট পেয়ে আব্দুর রাফে খন্দকার সাহানশা সভাপতি ও ৮৪ ভোট পেয়ে সদের আলী খন্দকার সাঃসম্পাদক নির্বাচিত হন।
কাউন্সিল অধিবেশনে নির্বাচন পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী।