ঠাকুরগাঁওয়ে কোল্ড স্টোরেজের ন্যায্য ভাড়ার দাবিতে আলু চাষীদের মানবন্ধন
মোঃ জাহিদ হাসান মিলু, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কোল্ড স্টোরেজে ন্যায্য ভাড়ার দাবিতে আলুচাষী ও ব্যবসায়ীরা রাস্তায় আলু বিছিয়ে মানববন্ধন করেছে।
২০ ফেব্রুয়ারি রবিবার দুপুরে শহরের চৌরাস্তায় আলুচাষী ও জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । ঘন্টাব্যপী মানববন্ধনে অংশ গ্রহন করেন জেলার শত শত আলুচাষী ও ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আলুচাষী কল্যাণ সমিতির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিক ইসলাম, কৃষক শাহ আলম প্রমুখ। এছাড়াও মানবন্ধনে আলুচাষী ও ব্যবাসায়ীদের দাবীর সাথে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন আ.লীগ নেতা নজরুল ইসলাম স্বপন।
বক্তারা বলেন, রংপুর বিভাগীয় কোল্ড স্টোরেজ মালিক সমিতি ৫০ কেজি বস্তার দাম নির্ধারণ করেছে ২৫০ টাকা। যা আলুর দামের তুলনায় অযৌক্তিক। এমনিতে এবার আলুর দাম না পাওয়ায় চাষী ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। বক্তারা দাবি করে বলেন, প্রতি ৫০ কেজি আলুর বস্তা যেন কোল্ড স্টোরেজ মালিক পক্ষ ২৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করেন। তা না করা হলে চাষীরা ও ব্যবসায়ীরা আলুতে আরও বেশি লোকসান গুণে পথে বসবে। এ দাবি না মানা হলে আরও বড় আন্দোলনের হুশিয়ারি দেন আলুচাষী ও ব্যবসায়ীরা।