চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলার আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী ও তার পরিবার

 

 

টিটু সরকার, গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলার আসামীদের হুমকির মুখে পরিবার পরিজন নিয়ে  চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করছেন মামলার বাদী ও তার পরিবার।

শ্রীপুরের কাওরাইদ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৩ জানুয়ারী যুবলীগ নেতা খায়রুল ইসলাম মীর ও তার অনুসারীদের হাতে প্রকাশ্যে খুন হয় ছাত্রলীগ নেতা নয়ন। এ হত্যা কান্ডের ঘটনায় ১৪ জানুয়ারী নয়নের ভাই রতন মিয়া বাদী হয়ে খায়রুল মীর ও অবসরপ্রাপ্ত (এ এস পি)পুলিশ কর্মকর্তা আব্দুল কাদিরসহ ২১জনকে আসামী করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার এজাহার ভূক্ত আসামী বিপ্লব র‌্যাবের হাতে গ্রেফতার হয়।তবে অন্যান্য আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেন মামলার বাদী।

রবিবার(২০ফেব্রুয়ারী) বিকেলে নিজ বাড়িতে মামলার বাদী নিহত নয়নের ভাই রতন মিয়া ও তার পবিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন আসামীদের হুমকির মুখে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে তারা। তাদের প্রতিটি দিন কাটছে আতংকে।

লিখিত অভিযোগে তারা জানান, মামলার আসামীরা হাইকোর্ট থেকে জামিনে এসে আপোষ মিমাংশা লিখে মামলা প্রত্যাহার করে নিতে চাপ সৃষ্টি করছে, তা না হলে রতন ও তার পরিবারের সদস্যদের হত্যা তরে লাশ গুম করা হবে এবং  এলাকা থেকে তাড়িয়ে দেয়া হবে বলেও হুমকি দিচ্ছে আসামীরা।

 

নয়ন হত্যা মামলার আসামীদের এমন হুমকির বিষয়ে গত ১৭ ফেব্রুয়ারী মামলার বাদী রতন মিয়া শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী১০৫৩ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে নিহত নয়নের মা মনোয়ারা খাতুন বলেন, আমার নয়নকে যারা হত্যা করেছে তারা এখন আমার জীবিত দুই ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি প্রধান মন্ত্রীর কাছে পরিবারের  নিরাপত্তা দাবী করে পুত্র হত্যার বিচার চেয়েছেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার ওসি (অপারেশন) সারোয়ার হোসেন জানান,মামলার এজাহার ভূক্ত একজন এবং সন্ধেহভাজন ৪জন আসামী জেল হাজতে রয়েছে। বাকীরা মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আছে। মামলাটি তদন্তাধীন রয়েছে  এবং মামলার  কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আসামী * নয়ন হত্যা * পরিবার * বাদী