বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আর নেই
শাহ আলম,তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালেয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক আর নেই ( ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি আজ (১৬ ফেব্রুয়ারী বুধবার) সকাল সাড়ে ৯ টার সময় শ্বাসকষ্ট জনিত কারণে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে উনার বয়স ছিল (৫৪) বছর। মৃত্যু কালে তিনি এক ভাই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ও ছাত্রছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
উনার জানাযার নামাজের সময় এ নিউজ লিখা পর্যন্ত নির্ধারন করা হয়নি।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে তার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে আজ বুধবার সকালে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তী করলে তিনি হাসপাতলেই সকল সাড়ে ৯ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে তিনি শ্বাসকষ্ট ও ডায়ভেটিজ জনিত সমস্যায় ভুগছেন। তিনি ১৯৯২ সালে সিলেটের একটি স্কুল শিক্ষকতা শুরু করেন। পরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১৯৯৪ সালে সহকারী প্রধান শিক্ষিক হিসেবে যোগদান করে ২৮ বছর দায়িত্ব পালন করেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরীর বাবুল, বাদাঘাট ইউনিয়নেরচেয়ারম্যান আফতাব উদ্দিন,নবনির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির শহ, প্রধান শিক্ষিকা শফিকুল ইসলাম দানু, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাধারণ সম্পাদক আলম সাব্বির, সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া সহ প্রেসক্লাবের সকল নেতাকর্মী সহ অনেকেই।