শিক্ষাব্যাবস্থা জাতীয় করন সহ আট দফা দাবি স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের

করোনায় বিপর্যস্ত শিক্ষার ক্ষতিপূরণ, শিক্ষার বিদ্যমান বৈষম্যের অবসান এবং শিক্ষাকে বিশ্বায়ন উপযোগী ও টেকসই ভিত্তি দেওয়ার লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জন্য আসন্ন বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ চেয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।
আজ মঙ্গলবার নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এ বিষয়ে আট দফা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপিও প্রদান করেন শিক্ষক নেতারা।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের নেত্রকোণা জেলার আহ্বায়ক জনাব এ কে এম ওবায়দুল্লাহ। স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের আট দফার মধ্যে রয়েছে মুজিববর্ষের মধ্যেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা, এফিলিয়েশনপ্রাপ্ত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি (স্বতন্ত্র এবতেদায়ি, অনার্স/মাস্টার্সসহ) প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিওভুক্ত, শিক্ষা প্রশাসন এবং বিভিন্ন শিক্ষা বোর্ড, পাবলিক বিশ্ববিদ্যালয়, মাউশিসহ বিভিন্ন অধিদপ্তর, শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের অবিলম্বে প্রত্যাহার করা, আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, অন্তর্বর্তীকালীন সময়ে সরকারি অনুরূপ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রণোদনার ব্যবস্থা গ্রহণ।
এ ছাড়া সকল শিক্ষার্থীর জন্য বিনা মূল্যে ডিভাইস, খাতা-কলমসহ অন্যান্য শিক্ষাসামগ্রী প্রদান এবং মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষার্থীকে দুপুরে সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা, শূন্যপদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দুর্দশা লাঘবে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষাবান্ধব ব্যক্তিদের অন্তর্ভুক্ত এবং স্কুল পর্যায়ে ন্যূনতম ডিগ্রি পাস ও কলেজ পর্যায়ে ন্যূনতম মাস্টার্স পাস সম্পন্ন ব্যক্তিদের নিয়োগদান করা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রফেসর মেহেদী হাসান, ও স্বপন দেবনাথ সহ আরো অনেকেই।
মানববন্ধন শেষে এ কে এম ওবায়দুল্লাহ , মেহেদী হাসান,ও স্বপন দেবনাথের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করে।
