নওগাঁয় ১টি মোটরসাইকেল হারানো মামলা সুত্রে ১০ টি মোটরসাইকেল উদ্ধার
রহমতউল্লাহ
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ১টি মোটরসাইকেল হারানো মামলা দায়েরের সুত্রে ১০ মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সদস্য ৭ জনকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানার চৌকশ পুলিশ অফিসাররা।
আজ ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ ঘটিকায় নওগাঁ সদর মডেল থানা প্রঙ্গনে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ গাজিউর রহমান পিপিএম, প্রেস বিজ্ঞপ্তি পাঠ করে সাংবাদিকদের জানান।
গত ২ ফেব্রুয়ারি নওগাঁ সদরের চকগৌরিব সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে হতে সুজুকি হায়াতে ১১০ সিসি মোটরসাইকেল হারিয়ে গেছে মর্মে ভুক্তভোগী ফরিদুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েন করেন যার মামলা নং ১০।
মামলার সুত্র ধরে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় চৌকষ পুলিশ অফিসাররা বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে মোটরসাইকেল সংঘবদ্ধ চোরচক্রের সদস্য আটক করা হয়েছে ৭ জন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ১০ টি।
আটককৃত মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা হলেন, নওগাঁ সদরের খাঁস নওগাঁ ইদুরবটতলী মহল্লার মোঃ বাবু মোল্লার পুত্র মোঃ জালাল মোল্লা (২৬), খাঁস নওগাঁ চকইলাম মহল্লার মৃত মেহেরের পুত্র, গোলাম রাব্বানী লাল চাঁন, মধ্য দুর্গাপুর হাজীপাড়া নাজিম উদ্দিনের পুত্র, মোঃ ইমরান হোসেন (৩৫) মকরামপুর মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ মন্টু প্রামানিক এর ছেলে মোঃ শরীফ হোসেন, (৩১) চকবারিয়া মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ বুলুর পুত্র, মোঃ নাহিদ হোসেন (২৫) চক মুক্তার (বউবাজার) গ্রামের মৃত জহিরুল হক ওরফে জহুরুল মুন্সির ছেলে, মোহাম্মদ নূরুল ইসলাম (৪৯) আটক করেন।
তিনি আরো বলেন এই চক্রটি বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের রং পরিবর্তন, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার ওভারলেপিং করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব মোঃ গাজীউর রহমান পিপিএম, এবং অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম জনাব সাবিনা ইয়াসমিন, অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম জুয়েল, পুলিশ পরিদর্শক তদন্ত, মোঃ রাজিবুল ইসলাম, অন্যান্য কর্মকর্তারাসহ গণমাধ্যমকর্মি সাংবাদিকরা।