রানীশংকৈল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কম্বল বিতরণ
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রানীশংকৈল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ সময় রানীশংকৈল থানার অফিসার্স ইনর্চাজ এসএম জাহিদ ইকবালের সভাপতিত্বে রবিবার (১৩ ফেব্রয়ারী) বিকালে থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না,আরো উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আঃলীগ সম্পাদক তাজউদ্দীন, থানা কমিনিটি পুলিশং সভাপতি ও আঃলীগ যুগ্ন সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, পুলিশং কমিটির সাঃ সম্পাদক ও পৌর আঃলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার ও রানীশংকৈলের বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান গন, পৌরসভার বিভিন্ন কাউন্সিলরগন সহ সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।
উক্ত ওপেন হাউজ ডে তে মাদক দ্রব্যের ব্যবহার এবং ক্রয় বিক্রয় প্রতিরোধ বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ ও আলোচনা করা হয় এবং চুরি ছিনতাই জুয়াসহ নানা অপ্রতিকর ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং পরে প্রধান অতিথি খোলামেলা ভাবে সকলের প্রশ্নের উত্তর ও সুচিন্তিত পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। এবং পরে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করে অনুষ্ঠান শেষ হয়।