আসাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

এতে বলা হয়েছে, আসামের মাকচর সীমান্ত এলাকা দিয়ে বাঁশের ক্রেইনে করে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টার সময় বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত ওই বাংলাদেশির নাম ফরিদুল ইসলাম। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বাসিন্দা। বিএসএফের কর্মকর্তারা বলেছেন, রোববার সকালের দিকে মাকচর সীমান্ত বেড়ার ওপর দিয়ে বাঁশের ক্রেইনে করে গরু পাচারের চেষ্টা করেন কয়েক বাংলাদেশি।
এ সময় ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেওয়া চেষ্টা করে। এর এক পর্যায়ের বিএসএফের কর্মকর্তারা গুলি চালালে চোরাকারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হন এবং পরে তিনি মারা যান বলে বিএসএফ জানিয়েছে।