রাস্তায় বাস উল্টে এক শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে বাস উল্টে সড়ক দুর্ঘটনায় জারিফা (৫) নামে এক শিশু নিহত হয়েছে ও একই ঘটনায় আরো ৮-১০ জন আহত হয়েছে বলে জানা যায়।
আহতরা পত্নীতলা-মহাদেবপুর ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।নিহত জারিফা পত্নীতলা উপজেলার নজিপুর নতুন হাট এলাকার জাহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় একটি বাস পত্নীতলা হতে নওগাঁ যাওয়ার পথে কাটাবাড়ি মোড় সংলগ্ন এলাকায় পৌছালে একটি মোটরসাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায় বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই শিশু জারিফার মৃত্যু হয়।সে ওই বাসের যাত্রী ছিল।
পত্নীতলা ফায়ার এন্ড ডিফেন্স স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।ইউএনও’র অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।