সেভ দ্য টুমরো ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি
সেভ দ্য টুমরো ফাউন্ডেশনের ২০২২-২৩ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় পরিচালক শরীফ ওবায়দুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোয়ার হোসেন হিরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আশিকুর রহমান সৈকতকে সহকারী নির্বাহী পরিচালক করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে অন্যান্য পদে রয়েছে- কোষাধ্যক্ষ তাজকিয়া আলম মিমি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, প্রচার ও প্রকাশনা
সম্পাদক হাসানুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সারজীল হাসান ও তানিম আহমেদ, ব্লাড ডোনেশন বিষয়ক সম্পাদক জান্নাতুল মিশু, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল চৌধুরী ও আইটি বিষয়ক সম্পাদক এইচ. এম. মাঈন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ওয়াসিন লিজা, সাইফুল ইসলাম সবুজ, নাইমুল ইসলাম, রেজাওয়ান গাজী মহারাজ, রত্না ও তাজমিন নাহার তাজ।
সহকারী নির্বাহী পরিচালক আশিকুর রহমান সৈকত বলেন, একটি জ্ঞানভিত্তিক আদর্শ মানবিক দেশ ও সমাজ গঠনে আমরা আমাদের সীমিত সাধ্যের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাবো।
নির্বাহী পরিচালক শরীফ ওবায়দুল্লাহ বলেন, ‘চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই’ স্লোগানকে মননে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য অন্যরকম পৃথিবীর স্বপ্ন বাস্তবায়নে সেভ দ্য টুমরো ফাউন্ডেশন বদ্ধপরিকর।সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা একান্তই কাম্য।