বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা ও মাস্ক বিতরণ
পলাশ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে করোনার নতুন ঢেউয়ে জনসাধারণের মাঝে সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ ও সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
শনিবার বিকেলে থানা পুলিশের সহযোগিতায় পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মাস্ক ব্যবহার না করায় ১৩টি মামলায় দন্ড বিধি আইন ১৮৬০ সালের ২৬৯ ধারায় মোট ১১৫০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম অনলাইন গণমাধ্যমকে বলেন, সরকারি নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।