গাইবান্ধার পলাশবাড়ীতে ওয়ারেন্ট ভুক্ত ২ জন আটক
শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনার নির্দেশনার আলোকে ২২ জানুয়ারি শনিবার হরিনাবাড়ী পু্লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেন (পুলিশ পরিদর্শক) এর নেতৃত্বে , এ এস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামে অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মো ফরিদুল হকের ছেলে
১। মোঃ আ মমিন (৩০)
২। হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা গ্রামের মোঃ সেকেন্দার আলীর ছেলে মশিউর রহমান ( ৩০) ।
হরিনাবাড়ী পু্লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেন দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।