আমতলীতে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নারীর মামলা, গ্রেফতার দুই!
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের এক প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জনণীর দায়েরকৃত পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলায় একই গ্রামের আবদুর রাজ্জাক প্যাদা লিমন (৩৫) ও মোঃ মিঠু চৌকিদারকে (৩১) গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। আজ (শনিবার) তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রবাসী স্ত্রীর দায়েরকৃত মামলা সূত্রে যানা যায়, তার স্বামী প্রবাসে থাকার সুবাদে মামলার আসামীরা বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসতো। এতে মামলার বাদী রাজি না হওয়ায় আসামীরা তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ ও মান-সম্মান নষ্ট করার ভয় দেখিয়ে তাদের সাথে মুঠোফোনে কথা বলাতে বাধ্য করে। এক পর্যায়ে আসামীরা বাদীর কাছে তার নগ্ন ছবি ও ভিডিও কলে কথা বলতে চায়। এতে প্রথমে বাদী রাজি না হলে মান-সম্মান নষ্ট করার হুমকিতে ভয়ে আসামীদের সাথে অর্ধনগ্ন হয়ে ভিডিও কলে কথা বলতে বাধ্য হন। এরপর আসামীরা বেপরোয়া হয়ে ওই ভিডিও কলের স্কিনশর্ট ধারন করে শারীরিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দেয়। এতে বাদী রাজি না হলে ওই ভিডিও কলের স্কিনশর্টগুলো আসামীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করতে থাকে। ওই হুমকিতে বাদী রাজি না হলে গত ২১/১১/২০২১ ইং তারিখ মামলার ০১ নং আসামী আবদুর রাজ্জাক লিমন প্যাদা অন্যান্য আসামীদের সহযোগীতায় পারস্পর যোগসাজসে তাদের ব্যবহৃত মুঠোফোন থেকে বাদীর নগ্ন ছবি এলাকার বিভিন্ন লোকজনের মুঠোফোনে সরবরাহ করে সামাজিক ভাবে মর্যাদাহানি করে।
এ ঘটনায় ভূক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী গতকাল (২১ জানুয়ারী) রাতে আবদুর রাজ্জাক লিমন প্যাদা, মোঃ মিঠু চৌকিদার, মোঃ আসাদ হাওলাদার, মোঃ জাকারিয়া হাওলাদার, মোঃ রাসেদুল হাওলাদারসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন নারীর অজ্ঞাতে তাহার নগ্নছবি মুঠোফোনে ধারন করে একে অপরের যোগাসাজসে মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিক ও মানসিকভাবে মর্যাদাহানি করার অপরাধ আইনে মামলা দায়ের করেন।
রাতেই ওই মামলায় ১নং আসামী আবদুর রাজ্জাক প্যাদা লিমন ও ২নং আসামী মোঃ মিঠু চৌকিদারকে আমতলী থানার এসআই আব্দুল হাই ফকির গ্রেফতার করে। আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃত দুই আসামীকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, এক প্রবাসীর স্ত্রীর করা পর্নোগ্রাফি আইনে মামলায় ২ আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।