ঠাকুরগাঁওয়ের সড়কে থামছেই না মৃত্যুর মিছিল
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১৬ই জানুয়ারি রবিবার দুপুর ২টায় রানীশংকৈল পীরগঞ্জ গামী মহাসড়কে আবাদ তাকিয়া মাদ্রাসার সংলগ্ন স্থানে সিএনজি র ধাক্কায় বিশিষ্ট ব্যবসায়ী ও আদর্শ কৃষক গোলাম মোস্তফা(৬০)ওরফে মোস্তফা শেট ঘটনাস্থলেই মারা যায়৷
রানীশংকৈল থানার এস আই প্রদীপ জানান,কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি এবং লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়৷
নিহত গোলাম মোস্তফা সহোদর গ্রামের মৃত দবির শেটের ২য় ছেলে। জানা গেছে,ঘটনার দিন দুপুর প্রায় ২টার দিকে মোস্তফা বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে তার গমক্ষেত পরিদর্শন করতে যাচ্ছিলেন পথিমধ্যে বাড়ির সামনে পাকা রাস্তা মহাসড়ক পার হবার সময় অজ্ঞাত পরিচয়হীন সিএনজি তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়।মাথায় প্রচন্ড আঘাত ও রক্তক্ষরণ নিয়ে তাকে পরিবারের লোকজন রানীশংকৈল হাসপাতালে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা ১ মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন রেখে যায়৷
সন্ধা ৬,৩০মিঃ বৈলাগাজি সহোদর গৌরস্থানে মরহুমের জানাযা নামায ও দাফন সম্পন্ন হয়৷অপর দিকে ঠাকুরগাঁওয়ে মহেন্দ্র গাড়ির চাপায় ধনকৃষ্ণ রায় (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহসড়কের কচুবাড়ী ভাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন আবুল কালাম নামে আরেক আরোহী।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে মোটরসাইকেলযোগে পঞ্চগড়মুখী ভূল্লী যাওয়ার পথে কচুবাড়ী ভাটা নামক স্থানে ঠাকুরগাঁওমুখী একটি মহেন্দ্র গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ধনকৃষ্ণ রায় এবং আরেকজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত ধনকৃষ্ণ রায় দিনাজপুর সদর এলাকার বাসিন্দা ও ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডিং (বিদ্যুৎ লেখক) হিসেবে কর্মরত ছিলেন।