সুন্দরগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: “শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালাগাথি ভেদাভেদ নাশে” এই শ্লোগানকে সামনে গাইবান্ধার উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় সংগীতের তালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি পরবর্তী এক আলোচনা সভায় উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার সভাপতি এটিএম মাসুদুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহুরুল কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চুন্নি ইসলাম, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, সাজেদুল ইসলাম, হাফিজা বেগম কাকলী, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি আতাউর রহমান, দহবন্দ সাবেক চেয়ারম্যান গোলাম কবির মুকুল, নদী বাঁচাও দেশ বাঁচাও কমিটির উপদেষ্টা সাদেকুল ইসলাম দুলাল, কমিউনিষ্ট পার্টির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি নুরে আলম মানিক, আব্দুর রশিদ প্রামানিক, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক জুয়েল জিকো প্রমূখ।
আলোচনা শেষে সম্মেলনের মাধ্যমে সর্ব সম্মতিক্রমে এটিএম মাসুদুল ইসলাম চঞ্চল ২য় বারের মত সভাপতি ও রেজাউল আলম-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের শেষে সংগঠনের উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন গুনী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।