ঠাকুরগাঁওয়ে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
১৫ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬ টার দিকে পীরগঞ্জ উপজেলার লোহাগাড়ার মিলন বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন।
নিহতরা হলে উপজেলার ভাকুরা গ্রামের করিমুল ইসলাম(৪৫) ও তার ছোট ছেলে আরমান ইসলাম(১৪)। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচেছেন নিহতের বড় ছেলে আরজুমান ইসলাম(২২)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, মোটরসাইকেল যোগে বাবা ও দুই ছেলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এসময় পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থানে বাবা করিমুল ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তার ছোট ছেলে মারা যায়। এ ঘটনায় বড় ছেলে আরজুমান চিকিৎসাধীন রয়েছেন।