বগুরার সারিয়াকান্দিতে গাঁজা গাছসহ যুবক আটক
পলাশ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে আনিছ (৩৫) নামের এক যুবককে ৪ কেজি ওজনের গাঁজার গাছসহ আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার বোহাইল ইউনিয়নের পূর্ব ধারাবর্ষা গ্রামের আয়নাল হক শেখের ছেলে। থানা সূত্রে জানা যায়, সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার দুপুরে ধারাবর্ষা বাজারে আত্মগোপন করেন এবং দিবাগত রাত এগারো’টায় আয়নাল শেখের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে আনিছ শেখ দৌড়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। তারপর তার বাড়ি হতে ১ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছটির ওজন কাঁচা অবস্থায় ৪ কেজি। সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) লাল মাহমুদ গণমাধ্যমকে জানান, আটককৃত যুবক তার বসতবাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ করছিল। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।