ফুলবাড়ীতে জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলীর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:১৪.০১.২২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি , জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব জাফর আলীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের আয়োজনে শুক্রবার বাদ জুম্মা ফুলবাড়ী উপজেলা কমপ্লেক্স মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, উপজেলা যুবলীগের সভাপতি, আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ হারুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল সহ অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দরা। উল্লেখ্য, গত মঙ্গলবার হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে কুড়িগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে গিয়ে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক মোহাম্মদ হোসেনে তত্ত্বাবধানে রাতেই তার সফল অস্ত্রোপচার হয়।