রানীশংকৈলে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের শিবদিঘী চৌরাস্তা মোড়ে নিজ ব্যবসায়ী কার্যালয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সভাপতি ও জাপা নেতা আবু তাহের তার ব্যবসা প্রতিষ্টানে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, সাবেক সভাপতি মোবারক আলী,পৌর কমিশনার ইসাহাক আলী,ঠিকাদার সুজিদ রায়, সাবেক ইউপি সদশ্য সিরাজুল ইসলাম, সহ সাংবাদিক বৃন্দ ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। ঠিকাদার প্রতিষ্ঠানের সভাপতি আবু তাহের বলেন আমি প্রতিবছরের মতো এবারো অসহায় ছিন্নমুল ও গরীবদের মাঝে কম্বল দিয়ে একটু শীত নিবারনের চেষ্টা করি সৃষ্টিকর্তা যেন আমাকে সব সময় গরিব অসহায় মানুষের সেবা করার তৌফিক দেন।