মানুষের সর্বশেষ ভরসাস্থল সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া: ইএসডিও’র নির্বাহী পরিচালক

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি: সংবাদপত্র শুধু সংবাদপত্রই নয়। সংবাদ পত্রকে আমরা বলি গণমানুষের প্রতিষ্ঠান। সমাচার দর্পন যখন বেড় হয়েছিল তখন থেকে আজপর্যন্ত অনেক ধরনের ডিলেমা তৈরি হলেও মানুষের সর্বশেষ ভরসাস্থল সংবাদ পত্র ও এখনকার ইলেকট্রনিক মিডিয়া। সেখান থেকেই মানুষের ধারণা তৈরি হয়েছে যে, একটি দেশ বা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে।  ঠাকুরগাঁওয়ে কালের কণ্ঠের যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

তিনি বলেন, সেই ক্ষেত্রে কালের কণ্ঠের একযুগ পেরিয়ে যাওয়া ও বিশাল পাঠক শ্রেণি তৈরি করা নিঃসন্দেহে একটি বড় ধরণের উদ্যোগ ও উদাহরণ। তিনি কালের কণ্ঠের সমৃদ্ধি ও উজ¦লতর ভবিষৎ কামনা করে আরও বলেন, কালের কণ্ঠের যে সামাজিক দায়বদ্ধতার কাজ গুলো তা তারা তাৎপর্যপূর্ণভাবে কন্ট্রিবিউট করছে।

“আংশিক নয় পুরো সত্য এই প্রতিপাদ্যে” ১০ জানুয়ারি সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসকøাবের হল রুমে কালের কণ্ঠের শুভ সংঘের সহ-সভাপতি তাপস দেব নার্থ এর সভাপতিত্বে যুগপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি অনুপ কুমার রায়, কালের কন্ঠের শুভ সংঘের সাধারণ সম্পাদক রাসেদুল আলম লিটন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস, পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুল, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ অনেকে।

আলোচনা সভা শেষে কালের কণ্ঠের পক্ষ থেকে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। কম্বল বিতরণের পর কেক কেটে উদযাপন করা হয় এক যুগপূর্তি। এছাড়াও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় কালের কণ্ঠের যুগপূর্তি অনুষ্ঠান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ইএসডিও * ইলেকট্রনিক মিডিয়া * নির্বাহী পরিচালক * ভরসাস্থল * সংবাদপত্র
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ