ফুলবাড়ীতে ইউনিয়ন পর্যায়ে আদালত বিষয়ক বিতর্ক মঞ্চায়ন অনুষ্ঠান
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে:১০.০১.২২
যুক্তির যুদ্ধে পরাজিত হয়ে,জাদুঘরে যাক বাল্যবিয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন পর্যায়ে আদালত বিষয়ক বিতর্ক মঞ্চায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বড়ভিটা উচ্চ বিদ্যালয় মাঠে আরডিআরএস বাংলাদেশ ফুলবাড়ী শাখার সহযোগিতায় ও ইউনিয়ন যুব ফোরামের আয়োজনে আদালত বিতর্ক মঞ্চায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস এর উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, ইউনিয়ন ফ্যাসিলেটর শাহ আলম ও মিনা খাতুন। অনুষ্ঠানটি দেখতে বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকার গণ্যমান্য শত শত লোকজন উপস্থিত ছিলেন।
আদালত বিতর্ক মঞ্চায়নে,বাল্যবিবাহের শাস্তি ও আইনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।