শরণখোলায় জাতীয় করণ দিবসে শিক্ষকদের র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

আবু-হানিফ, বাগেরহাট অফিসঃ

২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এক ঘোষণায় জাতীয় করন করায় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ও তার পরিবার বর্গের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা সদর রায়েন্দা বাজারে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলার জাতীয় করণকৃত শিক্ষক শিক্ষিকাদের আয়োজনে ৯ জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক নেতা নাসির উদ্দীন মুক্তা। শিক্ষক নেতা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, শিক্ষক নেতা মোঃ ফরিদ আহম্মদ, মোঃ আহসান আলম দুলাল, কবির হোসেন, মিজানুর রহমান, মোঃ সোহরাব হোসেন, জাকির হোসেন খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭৩ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৩৭ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করেন। তারই ধারাবাহিকতায় শিক্ষার মাণ উন্নয়নে শিক্ষা বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ঘোষনায় ২৬ হাজার ১৯৩ টি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করেন।

সভা শেষে শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা এ বি এম এনামুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার বর্গের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আলোচনা সভা * জাতীয় করণ দিবস * দোয়া অনুষ্ঠান * শরণখোলা
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ