গাজীপুরে ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও নারী স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

 

আবু সাঈদ গাজীপুর জেলা প্রতিনিধি ঃ

 

গাজীপুরে একইসাথে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও সেখানের  এক নারী স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মহানগরীর গাছা থানাধীন জাঝর এলাকার একটি বাড়ি থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিলেট সদর থানার বোরাইয়া গ্রামের রঞ্জিত চৌধুরীর ছেলে রজত কান্তি চৌধুরী (৩৭) এবং স্বাস্থ্যকর্মী গাজীপুরের কালীগঞ্জ থানাধীন বেতুয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে লিমা রহমান (২৫)। লিমা রহমান গাছা থানার জাঝর এলাকার মোটেক্স সোয়েটার কারখানায় মেডিক্যাল এসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন।

জিএমপি’র গাছা থানার এসআই মনিরুজ্জামান জানান, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন জাঝর উত্তরপাড়া এলাকায় শাহীন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন লিমা।

 

প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে ডিউটি শেষে কারখানা থেকে বাসায় ফিরেন তিনি। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে কারখানা বন্ধ ছিল। শনিবার লিমা কারখানায় যাননি।

 

দুপুরে খাবারের বিরতির সময় কারখানা থেকে তার খোঁজে বাসায় লোক এসে দরজা বন্ধ দেখতে পায়। এসময় ডাকাডাকি করেও লিমার কোনো সাড়াশব্দ পাননি তারা।

 

পরে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করলে লিমা এবং রজত কান্তি চৌধুরীকে একই ফ্যানের পৃথক দু’টি হুকের সাথে ঝুলন্ত অব্স্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গাজীপুর * ঝুলন্ত লাশ * ডায়াগনস্টিক * লাশ উদ্ধার * স্বাস্থ্যকর্মী
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ