সুন্দরগঞ্জে কৃষকলীগের কাউন্সিল
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের আয়োজনে গতকাল রোববার দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগ সভাপতি আতাউর রহমান মাষ্টারের সভাপতিত্বে কাউন্সির অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন, জেলা কৃষক লীগ সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী, খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত আহবায়ক মিসেস আফরুজা বারী, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার বাবলু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মাসুদ আলম প্রামানিক। এ খবর লেখা পর্যন্ত কাউন্সিল চলছিল।