খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করলেন শেখ তন্ময় এমপি

 

আবু-হানিফ, বাগেরহাট অফিসঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেছেন। রবিবার (৯ জানয়ারি) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন তিনি । এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, মনোয়ার হোসেন টগর,সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাইদ ডাবলু, লিয়াকত হোসেন লিটন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফী জেমস, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারত শেষে সকলকে নিয়ে দেশ জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন সংসদ সদস্য শেখ তন্ময়। ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের সার্বিক কল্যান কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন খানজাহান আলী মাজারের প্রধান খাদেম ফকির শের আলী। এর আগে মাজারগেটে সংসদ সদস্য শেখ তন্ময়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

এদিকে, বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সংসদ সদস্য শেখ তন্ময়কে। এসময়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, কোষাধ্যক্ষ মাসুদুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, আহসানুল করিম, ইয়ামিন আলী, এসএস শোহান, রাকিবুল ইসলাম রাজ, সোহেল রানা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। এসময়, সংসদ সদস্য শেখ তন্ময় গনমাধ্যমকর্মীদের নানা বিষয়ে খোজ খবর নেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * এমপি * খানজাহান আলী (রহ) এর মাজার * জিয়ারত * শেখ তন্ময় এমপি
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ