গাইবান্ধায় ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো জনতার ভিড়
শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় খেলা প্রাচীন খেলাধূলার মধ্যে অন্যতম।পুরনো এই খেলাটি কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে।
নতুন বছরের শুরুতেই সেই হারিয়ে যাওয়া ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখতে উদ্যোগী হয়েছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু । তার আয়োজনে হয়ে গেল ঘোড় দৌড় প্রতিযোগিতা।
৯ জানুয়ারী রবিবার বিকেলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের সাইনদহ গ্রামে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ১০ টি ঘোড় সোয়ারি খেলায় অংশ নেন। এসময় শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ ঘোড় দৌড় উপভোগ করতে ভিড় জমায়।
আয়োজক কমিটির প্রধান চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু বলেন, প্রতিযোগিদের ২টি ভাগে ভাগ করা হয়েছে। বড় ঘোড়াগুলোকে এক ভাগ ও ছোট ঘোড়া গুলোকে আরেক ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । বিজয়ী প্রত্যেককে একটি করে ছাগল পুরস্কার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড় দৌড় খেলাসহ অনেক খেলাই হারিয়ে যেতে বসেছে। তাই এ ঐতিহ্যকে ধরে রাখতে আমরা আজ এ খেলার আয়োজন করেছি। আশা করছি প্রতিবছরই আমরা এ খেলার আয়োজন করব।