পত্নীতলায় চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের বাড়িতে আগুন 

 

রহমতউল্লাহ

নওগাঁ  জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের সহিংসতার মামলায় গ্রেপ্তার চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের বাড়িতে আগুন লেগেছে। পুড়ে গেছে বাড়ির সব আসবাবপত্র। তবে কেউ হতাহত হননি।

 

ফারজানার পরিবারের দাবি, নির্বাচনি বিরোধের জেরে আগুন দেয়া হয়েছে।

 

ইউনিয়নের কমলাবাড়িতে শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।

 

পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম জানান, বাড়িটিতে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তা নিয়ন্ত্রণে আনা গেছে। তবে তদন্তের পরই আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফারজানা নৌকার বিদ্রোহী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। চেয়ারম্যান পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার প্রার্থী আবু বক্কর সিদ্দিক। ভোটের দিন ঘোষনগরের একটি কেন্দ্রে পুলিশের গাড়িতে আগুন দেয়ার অভিযোগে ফারজানার নামে মামলা দেয় পত্নীতলা থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে ও তার স্বামী মতিউর রহমানসহ ৪ জনকে গ্রেপ্তারও করা হয়।

 

সহিংসতার জেরে এই ইউনিয়নসহ উপজেলার ৪ ইউনিয়নের ফল স্থগিত করে নির্বাচন কমিশন।

 

ফারজানার মেয়ের জামাই  বলেন, ‘আমার শাশুড়ি এবং শ্বশুর দুজনই এখন জেলে আছেন। আমি আর আমার স্ত্রী দুজনেই নওগাঁ শহরে থাকি। তাই বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে রাত ১২ টার দিকে কে বা কারা আমার শ্বশুরবাড়িতে আগুন লাগিয়েছে।’

 

এলাকাবাসী সূত্রে বলেন, ‘রাত ১২টার দিকে হঠাৎ আমরা আগুনের শিখা দেখতে পাই। গিয়ে দেখি  ঘরে আগুন জ্বলছে। বাড়ির সামনে একটা বড় গ্যারেজ ছিল। সেখানে ৫ থেকে ৬টা মোটরসাইকেল ছিল। সেগুলো পুড়ে গেছে।

 

‘বাড়ির অন্যান্য আসবাবপত্র সব কিছু পুড়ে গেছে। বর্তমানে এই গ্রামে কোনো পুরুষ নেই। নির্বাচনকে কেন্দ্র করে মামলার কারণে সবাই বাড়িছাড়া। আমরা মহিলারা মিলে অনেক চেষ্টা করে আগুন কিছুটা নেভানো গেছে। পরে ফায়ার সার্ভিস এসে কাজ করে।’

 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বলেন , ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চেয়ারম্যান প্রার্থী ফারজানা * পত্নীতলা * সহিংসতা * সহিংসতার মামলায় গ্রেপ্তার
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ