৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার হলো সুন্দরবনে কুমির
আবু-হানিফ, বাগেরহাট অফিসঃ
বাগেরহাটের ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার করা হয়েছে সুন্দরবনের একটি কুমির। শনিবার (৮ জানুয়ারী) সকালে জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন কালেখার গ্রামের জনৈক রাজু ইজারাদার এর বাড়ী থেকে কুমিরটি উদ্ধার করে পূর্ব সুন্দরবন বিভাগের সদস্যরা। পরে এদিন দুপুরে সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে খালে কুমিরটি অবমুক্ত করা হয়। এর আগে (শুক্রবার ৭ জানুয়ারী) বিকালে সুন্দরবনের পশুর নদীতে জেলেদের জালে ধরা পরে কুমিরটি।
সুন্দরবন করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, শুক্রবার বিকালে পশুর নদীতে জেলেদের জালে ধরা পরে কুমিরটি। এসময় জেলেরা কুমিরটিকে লাঠি দিয়ে পেটাতে থাকলে জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখার গ্রামের বাসিন্দা রাজু ইজারাদার কুমিরটি উদ্ধার করে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি আমাদের অবহিত করে। ঘটনাস্থল দূরে হওয়া ও রাত হয়ে যাওয়ায় এদিন সকালে কুমিরটি উদ্ধার করা হয়। পরে কুমিরটি সুন্দরবনের করমজল এলাকার পাশর্^বর্তি একটি খালে অবমুক্ত করা হয়। প্রায় ৪ ফুট লম্বা কুমিরটির বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর।
রাজু ইজারাদার বলেন, শুক্রবার বিকালে মামা বাড়ী থেকে নিজ বাড়ীতে আসার পথে পশুর নদীর পাড়ে চুনকুড়ি গ্রামে জেলেদের জালে কুমির ধরা পরলে আমিসহ বেশ কয়েকজন এগিয়ে যাই। এসময় জেলেরা ওই কুমিরটিকে লাঠি দিয়ে পিটাতে গেলে আমি বাধা দেই। এসময় জেলেদের কাছ থেকে কুমিরটি উদ্ধার করে ৯৯৯ নম্বরে কল দেই। পরে আজ সকালে ৮টার দিকে বন বিভাগের কর্মীরা এসে কুমিরটি নিয়ে যায়।