চরকুমিরা দরবার শরীফের ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চরকুমিরা দরবার শরীফের ৯৫তম ইছালে ছাওয়াব দোয়ার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টা থেকে ধর্মীয় আলোচনা, হামদ-নাত ও মুর্শিদীর মাধ্যমে চলতে থাকা মাহফিলের মোনাজাত অনুষ্ঠিত হয় রাত ৩টায়।
শাহছুফি পীরে কামেল আলহাজ্ব ফকির আবদুর রহমান (দরবেশ) রহ. এর স্মরণে চরকুমিরা বোরহান উদ্দিন হাজী বাড়ি মাজার শরীফ প্রাঙ্গণে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই উরছ মাহফিল। এলাকার মানুষদের কাছে এটি ঐতিহ্যবাহী একটি মাহফিল হিসেবে পরিচিত। মাহফিল এন্তেজামের অন্যতম ব্যক্তি ডাঃ এম মহিউদ্দিন (আলমগীর) এর সভাপতিত্বে উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান মেহমান ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার প্রভাষক ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন চাঁদপুরী। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছেন শাহরাস্তি গাউছিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি মাওলানা মমতাজুল আরেফিন জালালি। ধর্মীয় বিষয়ে বিশেষ বয়ান করেছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুফতি এবিএম আব্দুল আজিজ নেছারী এবং কুমিল্লা কান্দিরপাড় মদিনা মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম চাঁদপুরী।
অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব শফিউল বাশার মুকুল পাটোয়ারী, মাহফিল আয়োজক কমিটির আলহাজ্ব নূর মোহাম্মদ মাস্টার, মো. ইব্রাহীম মিয়া, মাওলানা মোজাম্মেল হোসেন, হাজী আবুল কালাম আজাদ, মোহাম্মদ রসু মিয়া, মো. ফয়সাল হোসেন গাজী।
মাহফিলে বক্তারা আল্লাহর হাবিব নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান-মান-ইজ্জত ও ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ আলোচনা পেশ করেছেন। আখেরি মোনাজাত শেষে উপস্থিত সবাইকে তাবাররুক বিতরণ করা হয়।
প্রতিবেদক : জেলা প্রতিনিধি, চাঁদপুর