বিজয় দিবসে ফরিদগঞ্জে বিএনপির আলোচনা সভা ও কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি, চাঁদপুর : 

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলা, পৌর শাখাসহ অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি মজিবুর রহমান দুলাল। উপজেলা সদরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সেদিন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না,ভ। আজ স্বাধীন দেশের জাতি হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারতাম না। কিন্তু স্বাধীনতার ঐতিহ্যের ধারক এই দলটির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার করার চূড়ান্ত প্রক্রিয়ার দিকে এগুচ্ছে বর্তমান জালিম সরকার। তার সুচিকিৎসার জন্য দেশের সাধারণ মানুষ দাবি তুললেও সরকার তাতে কর্ণপাত করছে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন আমাদের আইকন তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না। এভাবে বিএনপিকে ধ্বংস করে দেয়ার প্রাসাদ ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণের দল বিএনপিকে ধ্বংস করা কোনোদিনও যাবে না। বিজয়ের এই দিনে আমরা আজ দীপ্তকণ্ঠে শপথ নিচ্ছি মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সাথে সাথে এই সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করব।’

পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপি সহ-সভাপতি মাহবুবুর রহমান মফু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, আ. খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, যুগ্ম-সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সহ-সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক খান, প্রচার সম্পাদক মাসুদ হোসেন, ক্রীড়া সম্পাদক সামছুল ইসলাম পিন্নু। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি গণশিক্ষা বিষয়ক সম্পাদক হেলাল মুন্সী, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফিউল আলম শফু, পৌর বিএনপির সহ-সভাপতি মনিরুল হক খান, উপজেলা নির্বাহী সদস্য মিজানুর রহমান, হারুন গাজী, কবির হোসেন আমিন, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর মিলন গাজী, সাধারণ সম্পাদক শাহআলম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন খান, গোবিন্দপুর দক্ষিণ বিএনপির সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আ. কাদের, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসীন মোল্লা, সদস্য সচিব আ. মতিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ম-আহ্বায়ক শরীফ হোসেন, ফারুক খান, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব ফারুক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব সালাউদ্দিন মিঠু, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি আজিম খানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে বিজয় দিবস উপলক্ষে বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপি সমন্বয়ক এম এ হান্নানের সহযোগিতায় বিএনপির উদ্যোগে পৌর এলাকার ৫ শতাধিক শীতার্ত লোকের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কম্বল বিতরণ * ফরিদগঞ্জ বিএনপি * মজিবুর রহমান দুলাল * শীতবস্ত্র বিতরণ