ফরিদগঞ্জে গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
জেলা প্রতিনিধি, চাঁদপুর :
ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ‘গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশন’-এর আয়োজনে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে অসহায় গরীব-দুঃখী ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের উপদেষ্টা ও বৃহত্তর কুমিল্লা সমিতি ইতালি ভেনিস নগরীর সাধারণ সম্পাদক এস.টি শাহাদাত হোসেন বলেন, ‘সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। মানুষ মানুষের জন্য মানবিক কাজে সবাইকে এগিয়ে আসা উচিত। মফস্বল এলাকায় এমন একটি সেবামূলক সংগঠন গড়ে উঠায় আমি গর্ববোধ করছি। সংগঠনটি টিকিয়ে রাখার জন্য আমার সহযোগিতা অব্যাহত থাকবে। আমি সর্বদা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।’
ফাউন্ডেশনের পরিচালক আলী আশ্বাদ মাস্টারের সঞ্চালনায় এবং নজরুল ইসলামের সভাপ্রধানে আরও বক্তব্য রাখেন মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ইতালি প্রবাসী মো. জাকির হোসেন, ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট মাসুদ গাজী, কবি মো. নুরুজ্জামান পাটোয়ারী, উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য মো. হামিদুর রহমান শাওন। উপস্থিত ছিলেন শেখ বাড়ি যুব উন্নয়ন ফোরামের সভাপতি মো. অওয়ালাদ হোসেন রিপন, দুবাই প্রবাসী মো. সারোয়ার শেখ, দলিল লেখক মো. শামীম খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন খন্দকার, নির্বাহী সদস্য মাওলানা মো. ইউসুফ পাটোয়ারী, মো. আল মামুন, মো. মাসুম মিয়াজি, মো. নূরে আলম (ইফাজ), মো. সানি ঢালি, মো. মাজেদ মিয়াজি, মো. আলআমিন পাটোয়ারী, মো. মনসুর আহমেদ, মো. মাইনুদ্দিন খান মানিক, মো. মহিউদ্দিন শাওন ও মো. সাইফুল ইসলাম প্রমুখ।