৫১ নং ওয়ার্ডে আওয়ামীলীগের অন্তর্ভুক্ত ৪টি ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ মিজানুর রহমান,তুরাগ(ঢাকা)প্রতিনিধিঃ সাংগঠনিক কার্যক্রম জোরালো কার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ৫১ নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্তর্ভুক্ত ৪টি ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। শনিবার (২০ নভেম্বর) উত্তরা ১৩ নম্বর সেক্টর কল্যান সমিতির মাঠ প্রাঙ্গনে বেলা ১২ ঘটিকায় উৎসব মুখর পরিবেশে সম্মেলনের উদ্ভোদন করা হয়।
অনুষ্ঠানটি উদ্ভোদন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মতিউল হক মতি। হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম ইকবাল এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম মান্নান কচি। প্রধান অতিথির বক্তব্যে ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, আজকে যারা নব্য আওয়ামীলীগ হয়ে সংগঠনের সুবিধা নিতে চাচ্ছেন আমি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলছি তারা যেন সংগঠনে আসতে পারে না। যারা ত্যাগি নেতা তারাই যেন কমিটিতে আসে। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম মান্নান কচি বলেন, যারা পরিক্ষিত, ত্যাগী এবং যারা যুগেযুগে আন্দোলন সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের স্বাধীনতা এনে তারাই কমিটিতে আসবে। বাংলাদেশ আওয়ামীলীগকে সাংগঠনিক কার্যক্রম আরো জোরালো কার লক্ষ্যে যে ইউনিট কমিটি হচ্ছে তার মধ্যে সর্বাত্বক সচ্ছতা থাকতে হবে। তিনি আরো বলেন এ ইউনিট কমিটি যেন কারো পকেট বা ব্যক্তিগত কমিটি না হয়। আজ যারা ইউনিট কমিটিতে আসছেন তারা আগামীতে ওয়ার্ড কমিটি এবং থানা কমিটিতে আসবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারুল ইসলাম রবিন,সাধারন সম্পাদক সাঈদ সিদ্দিকী কাক্কা,১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ খোকা, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শাকিলুদ জামান বিপুল, সাবেক ৭ নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন সহ মহিলা আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।