ফরিদগঞ্জে আধুনিক ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি (চাঁদপুর)

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তিনতলা বিশিষ্ট একটি আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীর তীরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ হচ্ছে। ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রকৌশলীকে উদ্দেশ্যে করে বলেন ‘কাজ যখন শুরু হবে আপনারা তীক্ষ্ম নজর রাখবেন, যাতে কাজটি সুন্দরভাবে শেষ হয়। ঠিকাদার যাতে অনিয়ম করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। দীর্ঘদিন পর এখানে একটি আধুনিক মানের বাংলো হচ্ছে। বিষয়টিতে অতীতে কেউ নজর দেয়নি। ঢাকা থেকে এখানে কোনো মেহমান এলে থাকার ভালো জায়গা ছিল না। একটু বিশ্রাম নেয়ার কোনো সুব্যবস্থা ছিল না। এটা আমাদের জন্য লজ্জার বিষয়।’ এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘উটতলী ব্রিজ নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করা হবে, তোমরা প্রস্তুত থাকবে।’

এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসনে, জেলা পরিষদের প্রকৌশলী ইকবাল হোসেনসহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চাঁদপুর ফরিদগঞ্জ ফরিদগঞ্জের এমপি ডাকবাংলো
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ