বাণিজ্যমন্ত্রী কেন প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না !?
অনলাইনে কেনাকাটা করে প্রতারিত হয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে যখন তুমুল সমালোচনা চলছে তখন এখবর নিজেই জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গত কোরবানির ঈদে একটি অনলাইন প্রতিষ্ঠান থেকে পছন্দের গরু অর্ডার করেছিলেন মন্ত্রী। কিন্তু লাখ টাকার গরুটির বদলে তাকে অন্য একটি গরু দেওয়া হয়েছিল।
এতদিন বিষয়টি নিয়ে অজানা থাকলেও রবিবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক অনুষ্ঠানে তথ্যটি নিজেই জানান মন্ত্রী। কিন্তু প্রতারিত হওয়ার বিপরীতে কোন ধরণের ব্যবস্থা নেয়া হয়েছিল বলে জানাননি তিনি।
‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ভূমিকা’ শীর্ষক কর্মশালায় টিপু মুনশি বলেন, “গত কোরবানি ঈদে একটি ই-কমার্স প্রতিষ্ঠান উদ্বোধনকালে একটি গরুর জন্য এক লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু আমাকে যে গরুটি দেখিয়েছিল, সেটি আমি পাইনি। আমি নিজেই অর্ডার করে প্রতারিত হয়েছিলাম।”
মন্ত্রী বলেন, “কোনো কিছু নতুন করে চালু করলে সমস্যার সৃষ্টি হয়। তার ভুক্তভোগী আমি নিজেই। আমার মতো অনেকেই না বুঝে ই-কমার্সে বিনিয়োগ করেছেন। ভোগান্তির শিকার হয়েছেন।”
সঠিক আইনের মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। কিন্তু কেন তিনি কোরবানি ঈদের সময়ই কোন ব্যবস্থা নিলেন না, এখন এই তুমুল সমালোচনার সময়ই কেন বিষয়টি ফাঁস করলেন সে সম্পর্কে কিছু বলেননি।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মনজুর কাদের, নাসরিন বেগম ও জিএম সালেহ উদ্দিন ও ইআরএফের সভাপতি শারভিন রিনভী।