বগুড়ায় বস্তাবন্দী মৃতদেহ; রহস্য ভেদ করলো পুলিশ
রাহেনুর ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর খাঁপাড়া গ্রামে একটি ছোট পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় এতকটি লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তির নাম হুমায়ন কবরি (৩৫)। তিনি পেশায় কৃষক।
এরপর ঘটার রহস্য ভেদ করতে এএসপি আদমদীঘি সার্কেল এবং ওসি দুপচাঁচিয়া কাজ শুরু করে। পরে তথ্য প্রযুক্তরি সাহায্যে মঙ্গলবার দবিাগত রাতে হারুনকে গ্রপ্তোর করে পুলশি। গ্রপ্তোররে পর পুলশিরে কাছে হত্যার ঘটনা স্বীকার করছেনে হারুন। আসামী হারুন এবং নিহত হুমায়ন দুইজন বন্ধু ছিলেন। তারা মাদক সেবনের একপর্যায়ে একজন অচেতন হলে অপরজন পিঠে সজোড়ে বেশকয়েকটি লাথি মারে। এরপর অপহরনের নাটক সাজানো হয়। বুধবার (২২ সপ্টেম্বের) দুপুরে সংবাদ সম্মলেনে বগুড়া জলো পুলশি সুপার (এসপি) সুদীপ কুমার চক্রর্বত্তী এসব তথ্য জানান।