অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব          

সপ্তাহের ব্যবধানে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। তবে, বোলিংয়ে দুই ধাপ এগিয়ে আটে উঠেছেন মুস্তাফিজুর রহমান। একই সঙ্গে বিশাল উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। এদিকে এক বছর পর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে উঠে এসেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

আইসিসির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিন বছর পর শীর্ষে উঠেছিলেন সাকিব। তবে, নিউজিল্যান্ড সিরিজ ভাল করতে না পারায় হারিয়েছেন ১৬ রেটিং পয়েন্ট। এতে ২৭৫ পয়েন্ট নিয়ে দু্ইয়ে নেমে গেছেন টাইগার তারকা। তালিকার শীর্ষে উঠেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

আর নিউজিল্যান্ডের বিপক্ষে ভাল করায় দশে রয়েছেন মাহমুদউল্লাহ। সিরিজে চার ম্যাচে আট উইকেটের কৃতিত্বে আটে উঠেছেন মুস্তাফিজ। দারুণ পারফর্ম করে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে নাসুম ও মাহেদি। ২৫ ধাপ এগিয়ে ১৫তে জায়গা করেছেন নাসুম। আর ২০এ উঠেছেন মাহেদী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অলরাউন্ডার * র‍্যাংকিং * শীর্ষস্থান * সাকিব * সাকিব আল হাসান
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ