রোববার থেকে ৪ ঘণ্টা বন্ধ সিএনজি স্টেশন
এতে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে, ৬ ঘণ্টার পরিবর্তে ৩ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিলো মালিকদের সংগঠন সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। বিদ্যুৎকেন্দ্র এবং শিল্প কলকারখায় কয়েক সপ্তাহ ধরে চলছে গ্যাস সংকট।
সোমবার জ্বালানি মন্ত্রণালয় সারা দেশে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতিদিন ৬ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলো।