পিইসি-জেএসসি পরীক্ষা থাকছে না: শিক্ষামন্ত্রী

          
নতুন শিক্ষাক্রমে নবম–দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ থাকছে না। সেই সঙ্গে এসএসসির আগে কোন পাবলিক পরীক্ষা থাকবে না। আগামী ২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম ধাপে ধাপে বাস্তবায়না পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

২০১৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম তৈরির কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সোমবার এই শিক্ষাক্রমের খসড়ার চুড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

নতুন শিক্ষাক্রমে পরীক্ষার চাপ কমানো হচ্ছে। পড়াশোনা যাতে আনন্দদায়ক হয় সেজন্য তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না। দশম শ্রেণির সিলেবাসের উপর শুধু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর একাদশ ও দ্বাদশের উপর এইচএসসি পরীক্ষা হবে।

নতুন শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণিতে বিভাগ থাকবে না। সব বিষয় পড়তে হবে। বাধ্যতামূলকভাবে কারিগরির বিষয় পড়তে হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
নতুন শিক্ষাক্রমকে স্বাগত জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, এর যথাযথ বাস্তবায়ন নিয়েও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে।
আগামী শিক্ষাবর্ষে ১’শ টি স্কুলে প্রথম এবং ৬ষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম পাইলটিং আকারে চালু করা হবে। এরপর ধাপেধাপে এটির বাস্তবায়ন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দীপু মনি * শিক্ষামন্ত্রী
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ