নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে আগামী নির্বাচন: ফখরুল

         
আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি মহাসচিব।

শনিবার দুপুরে, জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষীকীর আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশে একতরফা নির্বাচন আর হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, সবার আগে গণতন্ত্রের আপসহীন নেতা খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যাদের আটক করা হয়েছে, তাদের মুক্ত করতে হবে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে, সেসব মামলা প্রত্যাহার করতে হবে। এর আগে এই দেশে কোনো নির্বাচন হবে না।

রাজনৈতিক মুক্তি ও অর্থনৈতিক মুক্তির জন্য স্বাধীনতার যুদ্ধ করেছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সেই রাজনৈতিক মুক্তি তো আমরা পাইনি। আমরা পুরোপুরি বন্দী হয়ে আছি। আমরা কথা বলতে পারছি না, লিখতে পারছি না। সাংবাদিকেরা বিনা ভয়ে কিছু লিখতে পারেন না। তাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ফেলা হয় অথবা বিভিন্ন আইনে মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়।

এসময়,বিএনপি নেতারা অভিযোগ, বিরোধীদল দমনে সরকার পুলিশ-প্রশাসন ব্যবহার করছে। মামলা দিয়ে বিএনপির গণতন্ত্র রক্ষার আন্দোলন থামিয়ে রাখা যাবে না বলেও জানান নেতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নির্বাচন * ফখরুল * বিএনপি