রামগতিতে ডাক্তার কামনাশীসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ  

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার দুর্গম চরাঞ্চল ও নদী বেষ্টিত একটি উপজেলার নাম রামগতি। এই রামগতি জেলা শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরত্বে। মেঘনা নদীর ভাঙ্গা-গড়া, নদীতে মাছ ধরা ও কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকা মানুষগুলোর স্বাস্থ্যসুরক্ষার জন্য মাত্র ৫০ শয্যা বিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এক্সরে মেশিন, দন্ত পরীক্ষা মেশিন, আলট্রাসনোগ্রাফিসহ নানা পরীক্ষা-নিরীক্ষার মেশিন নেই। যা আছে বিকল থাকে। এটাও একটা কারসাজি।

 

গত বছর খানেক ধরে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম দুর্নীতি আর অর্থ আত্মসাতের ঘটনায় বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ ছাপা হয়। ডাক্তার কামনাশীস মজুমদার নামের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম দুর্নীতির দায়ে সমালোচিত হন। ডাক্তার কামনাশীস মজুমদার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকাকালীন সময়েও গাছ টিন ও বাঁশ বিক্রি করে তীব্র সমালোচনার মুখে পড়েন। পত্রপত্রিকায় এই নিয়েও সংবাদ হয়।

 

বিভিন্ন দুর্গম চরাঞ্চল থেকে আসা চিকিৎসাসেবা প্রার্থী, অসহায় মানুষগুলোর কাছ থেকে অর্থ আদায় করা, পরীক্ষা-নিরীক্ষার নামে বিভিন্ন ক্লিনিকে প্রেরন করা, করোনায় বরাদ্দ ৩ লাখ টাকা আত্মসাৎ করা, পরিবহন ও প্রশিক্ষণের ২ লাখ টাকা হাতিয়ে নেয়াসহ অনিয়ম-দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছেন। শুধু তাই নয় চিকিৎসকদের বেতন বিলে স্বাক্ষর নিতেও ২০ হাজার টাকা করে দাবি করেন তিনি। মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের ঔষধ কম দামে টেন্ডারে কিনে রেজিস্টার বুকে এন্টি করে অসহায় রোগীদের মাঝে বিতরণ করেন।

 

জানা গেছে, ডাক্তার কামনাশীস মজুমদারের এইসব অপকর্মের ফিরিস্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক  জেনে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা নির্দেশক্রমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডিরেক্টরকে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে বলেন। এই নিয়ে জেলা জুড়ে চিকিৎসকদের মাঝে চলছে তুলকালাম।

 

সরকারি আইন অনুযায়ী কোনো কর্মকর্তা তার নিজ উপজেলা ও এলাকায় দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবে না। কিন্তু কামনা শীস মজুমদার রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের নাগরিক। এত অন্যায় অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে যাওয়া চিকিৎসক রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর কতদিন থাকবে?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কামনাশীস * দুর্নীতি * রামগতি
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ