যশোরে পাঠাগার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
মাসুম বিল্লাহ
গতকাল বৃহস্পতিবার যশোরের শহরের রেল রোডস্থ বাগমারা দিঘির পাড়ে ড. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন এর আয়োজনে ফাউন্ডেশন এর অফিসে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক যশোর এর পৃষ্ঠপোষকতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার এস এম মুনির লিংকন, অনুষ্ঠানের উদ্বোধক এমএম কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ জাকির হোসেন, যশোর জেলা লাইবেরিয়ার মমতাজ খাতুন। ড. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন এর কর্ণধার ও বাঘারপাড়া শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিশ্বাস ওয়াহিদুজ্জামানেরর সঞ্চলনে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। ৬টি জেলার নানা পাঠাগার উদ্দোক্তাগন। প্রশিক্ষণে অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করেন।