কারাগার থেকে মুক্ত চিত্রনায়িকা একা

মাদক ও গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিন পাওয়ার পর চিত্রনায়িকা সিমন হাসান একা কারাগার থেকে বের হয়েছেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিকালে আদালত থেকে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর যাচাই শেষে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ গৃহকর্মীর অভিযোগ পেয়ে গত ৩১ জুলাই রাতে রাজধানীর রামপুরার উলন রোডে একার বাসায় অভিযান চালায় হাতিরঝিল থানা পুলিশ।
অভিযানে একার বাসা থেকে পুলিশ পাঁচটি ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও মদ উদ্ধার করেছে বলেও জানিয়েছিলেন হাতিরছিল থানার ওসি আব্দুর রশিদ।
পরে সেই রাতেই একার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার গৃহকর্মী হাজেরা। আর মাদক আইনে আরেকটি মামলা করে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ রোববার গৃহকর্মী নির্যাতন মামলায় এই অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১০ অগাস্ট মাদক আইনের মামলায় একার জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ।